রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে ব্যর্থ হয়ে স্বাধীনতাবিরোধী অপশক্তি ধর্মীয় আবরণে ‘রাজনৈতিক ভাইরাস’ ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের সমন্বয়ক-মুখপাত্র আমির হোসেন আমু। 

সোমবার জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বিজয় দিবস উপলক্ষে জয়বাংলা সাংস্কৃতিক ঐক্যজোট আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে আমির হোসেন আমু এ কথা বলেন। 

তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে তার সুযোগ্যকন্যা শেখ হাসিনার সাহসী নেতৃত্বে দেশ উন্নয়ন ও অগ্রযাত্রার মহাসড়কে। তখন আন্দোলন-সংগ্রামে ব্যর্থ হয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্রে লিপ্ত স্বাধীনতাবিরোধী অপশক্তি। সকল প্রতিকূলতা উপেক্ষা করেই বঙ্গবন্ধুর আদর্শে উন্নয়ন আর অগ্রযাত্রার পথে বাংলাদেশকে এগিয়ে নেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুক্তিযুদ্ধের পক্ষশক্তির নেতাকর্মীদের শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে হবে।’ 

জয়বাংলা সাংস্কৃতিক ঐক্যজোটের সভাপতি সালাউদ্দিন বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফফর হোসেন পল্টু, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য কামরুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সরোয়ার কবীর।