- রাজনীতি
- সাজাপ্রাপ্ত আসামির বিদেশে চিকিৎসার কোনো উদাহরণ নেই: শেখ সেলিম
সাজাপ্রাপ্ত আসামির বিদেশে চিকিৎসার কোনো উদাহরণ নেই: শেখ সেলিম

শেখ ফজলুল করিম সেলিম
হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা প্রসঙ্গ উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, সাজাপ্রাপ্ত আসামির বিদেশে চিকিৎসার উদাহরণ কোনো দেশে নেই। খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে হবে- এটা মামাবাড়ির আবদারের মতো।
সোমবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা চিকিৎসক পরিষদের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
শেখ সেলিম বলেন, দেশে আরও চার হাজার কয়েদি, সাজাপ্রাপ্ত আসামি অসুস্থ অবস্থায় জেলখানায় আছেন। তাকে বিদেশে চিকিৎসার জন্য পাঠালে তাদেরও পাঠাতে হবে না? সাজাপ্রাপ্ত আসামিকে বিদেশে পাঠিয়ে চিকিৎসার উদাহরণ পৃথিবীর কোথায় আছে? তা ছাড়া দেশের চিকিৎসা ব্যবস্থাও এখন অত্যন্ত উন্নতমানের।
তিনি বলেন, বিএনপি-জামায়াতসহ স্বাধীনতাবিরোধী সব শক্তি একটা সমিতির মতো। এরা কেউ মুসলিম লীগ করে, কেউ জামায়াত আবার কেউ বিএনপি করে। যাদের নিয়ে বিএনপি গঠন করা হয়েছে, তাদের অধিকাংশই স্বাধীনতাবিরোধী। দু-একজন হয়তো না বুঝেই বিএনপি করে।
শেখ সেলিম আরও বলেন, স্বাধীনতাবিরোধীরা ঐক্যবদ্ধভাবে এ সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্র আমাদেরও ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে।
স্বাচিপ সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি, বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ, বিএমএ মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী, স্বাচিপ মহাসচিব ডা. এমএ আজিজ প্রমুখ।
মন্তব্য করুন