ঢাকা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

অবরোধ সমর্থনে রাজধানীতে স্বেচ্ছাসেবক দল দক্ষিণের বিক্ষোভ

অবরোধ সমর্থনে রাজধানীতে স্বেচ্ছাসেবক দল দক্ষিণের বিক্ষোভ

ছবি-সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৩ | ২২:১২

বিএনপির ৪৮ ঘণ্টার অবরোধ সমর্থনে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণ। 

বুধবার দিনের বিভিন্ন সময়ে শহিদবাগ মোড় থেকে শাহজাহানপুর আমতলা, ফকিরাপুল মোড়, সেগুনবাগিচা, বনশ্রী রামপুরা সংযোগ সড়ক, সেন্ট্রাল রোড আইডিয়াল কলেজ এলাকায় এ কর্মসূচি পালন করেন সংগঠনের নেতাকর্মীরা।

এসময় ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি জহির উদ্দিন তুহিন বলেন, সরকার পতনের এক দফা দাবিতে কেন্দ্রের ঘোষণা অনুযায়ী প্রতিটি কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলমান থাকবে। স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছি।
 
মিছিলে আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদার, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি জয়দেব জয়, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক মো. জসিম উদ্দিন, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি মনির হোসেন মৃধা, যুগ্ম সম্পাদক কাজী মহিউদ্দিন মহী, হাসান আলী, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম পলাশ প্রমুখ।

ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি জহির উদ্দিন তুহিন বলেন, সরকার পতনের এক দফা দাবিতে কেন্দ্র ঘোষণা অনুযায়ী প্রতিটি কমসূচি  শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে।  দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলমান থাকবে। স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছি।

whatsapp follow image

আরও পড়ুন

×