ভোট বর্জন করায় স্বেচ্ছাসেবক দলের ফুল ও লিফলেট বিতরণ

ছবি-সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৪ | ১৭:৫৪
৭ জানুয়ারি নির্বাচন বর্জন করায় সাধারণ জনগণকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটি। এসময়ে সংগঠনের নেতাকর্মীরা তাদের মধ্যে লিফলেট বিতরণ করেন।
মঙ্গলবার সকালে রাজধানীর গ্রিনরোড থেকে পান্থপথে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলী ও সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানের নেতৃত্বে এ কর্মসূচি বাস্তবায়নে মিছিল অনুষ্ঠিত হয়। এসময় রাস্তার দু'পাশের জনগণকে ভোট বর্জনের জন্য লিফলেট ও ফুল দিয়ে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
মিছিলে আরও উপস্থিত ছিলেন- স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আব্দুল কুদ্দুস, কামরুজ্জামান বিপ্লব, সরদার নুরুজ্জামান, সফিউদ্দিন সেন্টু, যুগ্ম সম্পাদক আব্দুর রহিম হাওলাদার সেতু, জসিম উদ্দিন, মোহাম্মদ উল্লাহ চৌধুরী ফয়সাল, জেড আই কামাল, আলাউদ্দিন জুয়েল, সহ সাধারণ সম্পাদক মো. মামুন, মোকসেদুর রহমান আবির, মাহবুব আলম ফরাজী, মো. জসিম উদ্দিন সরকার, মাসুম ভুঁইয়া, মোর্শেদ আলম, মজিবুর রহমান, মো. আসাদুজ্জামান, সহ সাংগঠনিক সম্পাদক গাজী সুলতান জুয়েল, ইঞ্জিনিয়ার সাহাবুদ্দিন সাবু, তৌহিদ টিটু, শফি মাহমুদ জুয়েল,শাহ আলম তপু, মহিরুল ইসলাম টিপু, লুৎফর রহমান, প্রচার সম্পাদক জাকিরুল ইসলাম জাকির, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হাফিজুর রহমান, যোগাযোগ সম্পাদক আব্দুল আলিম, কৃষি বিষয়ক সম্পাদক আলাউদ্দিন খান, শিল্প বিষয়ক সম্পাদক নুরুল আলম বিপ্লব, সহ-সমাজসেবা সম্পাদক ফয়সাল আহমেদ পলাশ, সহ কৃষি বিষয়ক সম্পাদক ইমদাদুল হক মজুমদার, সহ আপ্যায়ন সম্পাদক সাইদুজ্জামান পাশা, সহ শ্রম বিষয়ক সম্পাদক সালাউদ্দিন কাদের, কেন্দ্রীয় সদস্য মোবারক মিতুল, আমান, ইলিয়াস হোসেন, আব্দুল আলিম মিঠু, শামীম, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সহ দপ্তর সম্পাদক তানভীর কবির শৈবাল, স্বেচ্ছাসেবক দল নেতা ইমরুল কায়েস, কামরুল হুদা, নূরে আলম হবি, মাসুদ পারভেজ, কামরুল হুদা সহ প্রমুখ নেতারা।