২ মাস ১৬ দিন পর জামিনে মুক্ত বিএনপি নেতা বেলাল

বিএনপির কেন্দ্রীয় সহ-গ্রাম সরকার বিষয়ক সম্পাদক বেলাল আহমেদ। ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৪ | ২১:৩৫
দুই মাস ১৬ দিন পর জামিনে মুক্ত হলেন বিএনপির কেন্দ্রীয় সহ-গ্রাম সরকার বিষয়ক সম্পাদক বেলাল আহমেদ।
মঙ্গলবার দুপুরে ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।
গত বছরের ৭ নভেম্বর তাকে কারাগারে পাঠানো হয়। গত ৯ অক্টোবর ভাটারা থানায় ২০১৫ সালের ৪ জানুয়ারির একটি মামলায় তাকেসহ দলের আরও বেশ কয়েকজনের বিরুদ্ধে ৪ বছরের সাজা ঘোষণা করেন আদালত। সেই মামলায় তাকে কারাগারে পাঠানো হয়।