- রাজনীতি
- সরকারের সাফল্য জনগণ দেখে, বিএনপি দেখে না: কৃষিমন্ত্রী
সরকারের সাফল্য জনগণ দেখে, বিএনপি দেখে না: কৃষিমন্ত্রী

ছবি: সমকাল
কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, আওয়ামী লীগ সরকারের সাফল্য বিএনপি দেখতে পায় না। কিন্তু জনগণ দেখতে পায়। এ জন্য তারা বারবার আওয়ামী লীগকে বিপুল ভোটে নির্বাচিত করে।
মঙ্গলবার রাজধানীর ইস্কাটনে সুইড বাংলাদেশ বিদ্যালয় মাঠে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ১৯ নম্বর ওয়ার্ডের ইউনিট আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপির প্রভু পাকিস্তান। পাকিস্তান কী বলে সেদিকে তারা তাকিয়ে থাকে।
সম্মেলনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বিশেষ অতিথি ছিলেন। ১৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সরোয়ার হোসেনের সঞ্চালনায় এতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সহসভাপতি আব্দুস সাত্তার মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোরশেদ হোসেন কামাল প্রমুখ বক্তব্য দেন।
মন্তব্য করুন