পুরান ঢাকার গোলকপাল লেনে দুই ভবনের মাঝ থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার মরদেহটি যেখানে পড়েছিল, এর ঠিক সামনেই বংশাল থানা। 

মঙ্গলবার বিকেলে তার মরদেহ উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ। 

থানার পাশ থেকে লাশ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ ধারণা করছে, ওই যুবক কয়েকদিন আগে মারা যেতে পারেন। মরদেহে পচন ধরে যাওয়ায় শরীরে আঘাতের চিহ্ন রয়েছে কিনা, তা বোঝা যায়নি। মৃত্যুর কারণ নির্ণয়ে মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

বংশাল থানার উপপরিদর্শক রাজীব ঢালী জানান, প্রাথমিকভাবে তারা জানতে পেরেছেন ওই যুবক ভবঘুরে ছিলেন। ধারণা করা হচ্ছে, তিনি মাদকাসক্তও ছিলেন। কীভাবে তার মৃত্যু হয়েছে নিশ্চিত হওয়া যায়নি।