- রাজনীতি
- প্রস্তাবিত নির্বাচন কমিশন আইন সান্ত্বনা পুরস্কার: আ স ম রব
প্রস্তাবিত নির্বাচন কমিশন আইন সান্ত্বনা পুরস্কার: আ স ম রব

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, নির্বাচন কমিশন গঠন নিয়ে সরকারের প্রস্তাবিত আইন ছেলেভোলানো সান্ত্বনা পুরস্কার। প্রস্তাবিত আইন অতীতের নীলনকশার সার্চ কমিটির আইনগত বৈধতা দেওয়া ছাড়া আর কিছু নয়।
তিনি আরও বলেন, সৎ, দক্ষ এবং জনগণের আকাঙ্ক্ষাভিত্তিক নির্বাচন কমিশন গঠনে 'সুজন'র প্রস্তাবনায় কমিশন গঠনে প্যানেল তৈরির জন্য যাচাই-বাছাই, গণবিজ্ঞপ্তি এবং গণশুনানির যে ব্যবস্থা রাখা হয়েছিল তার কোনোটাই সরকার বিবেচনায় নেয়নি।
আ স ম রবের দাবি, গত এক যুগে প্রশাসন, পুলিশবাহিনী ও সংশ্নিষ্ট প্রতিষ্ঠানসমূহকে যেভাবে দলীয়করণ করে ধ্বংস করা হয়েছে, তাতে বর্তমান সরকারকে ক্ষমতায় রেখে কোনো নির্বাচন কমিশনের পক্ষেই নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব নয়।
তাই এখনই নির্বাচন কমিশন, নির্বাচন ব্যবস্থার সংস্কার ও নির্বাচনকালীন সরকার ব্যবস্থা অর্থাৎ জাতীয় সরকার গঠন নিয়ে জরুরিভিত্তিতে জাতীয় ঐক্যমত স্থাপন করতে হবে, নতুবা রাষ্ট্র ক্রমাগতভাবে সংকটগ্রস্থ হতে থাকবে, যা কারও কাম্য হওয়া উচিত নয়।
মন্তব্য করুন