নিরপেক্ষ, বিতর্কমুক্ত, হিংসা ও হানাহানি বর্জিত সুষ্ঠু নির্বাচনের জন্য 'ব্লকচেইন' প্রযুক্তি এবং ই-ভোটিং বাস্তবায়নের দাবি জানিয়েছেন জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল। তিনি বলেন, এটা প্রচলিত সব প্রযুক্তির সেরা। এটা হ্যাক করা যায় না।

শনিবার রাজধানীর বনানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি উন্নয়নের গতিধারা আরও জোরদার করতে অর্থনৈতিক অঙ্গরাজ্য গঠনেরও প্রস্তাব দেন।

জাকের পার্টির প্রধান বলেন, ব্লকচেইন প্রযুক্তির মাধ্যমে ভোট গ্রহণ হলে এ প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে না। এটি প্রধানত একটি লেনদেনের প্রযুক্তি। এ প্রযুক্তি সবচেয়ে গতিশীল এবং সুরক্ষিত। ভোটার ডাটা ব্লক চেইনের মাধ্যমে সুরক্ষিত করা এবং ভোটের ডাটাবেজ সব নাগরিকের জন্য উন্মুক্ত করে দিতে হবে।

তিনি বলেন, নিবন্ধিত সব রাজনৈতিক দলের সদস্য ভোটারদের নাম, আইডি কার্ড এবং নিজ নিজ দলের সমর্থক ভোটারদের ভোটারের নাম, আইডি কার্ড, স্বাক্ষর এবং ছবিযুক্ত ডাটাবেজ তৈরি করতে হবে। এ ডাটাবেজ নির্বাচন কমিশনে জমা দিতে হবে। তাহলে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সংরক্ষিত ভোটারদের সম্পর্কে নির্বাচনের আগেই নির্বাচন কমিশন অবহিত থাকবে। এরপর নির্বাচন কমিশন এ ডাটাবেজ একটি অ্যাপের মাধ্যমে দেশবাসীর কাছে উন্মুক্ত করে দেবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. সায়েম আমীর ফয়সল, মহিলা ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফারাহ আমীর ফয়সল, ভারপ্রাপ্ত মহাসচিব শামীম হায়দার প্রমুখ।