- রাজনীতি
- বিএনপি থেকে পদত্যাগ করলেন অ্যাডভোকেট হাবিব
বিএনপি থেকে পদত্যাগ করলেন অ্যাডভোকেট হাবিব

ফরিদপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সালথা উপজেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব পদত্যাগ করেছেন। একই সঙ্গে তার ভাই অ্যাডভোকেট আজিজুর রহমান লিটন জেলা যুবদলের যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও জেলা আইনজীবী ফোরামের পদ থেকে পদত্যাগ করেছেন।
শুক্রবার বেলা ১১টার দিকে ফরিদপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট হাবিব এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনের আগে তিনি পদত্যাগপত্র জমা দিয়ে আসেন বলে সাংবাদিকদের জানান।
সংবাদ সম্মেলনে হাবিবুর রহমান লিখিত বক্তব্যে বলেন, তিনি ১৯৭৭ সালে স্কুলছাত্র অবস্থায় ছাত্রলীগের হাশামদিয়া উচ্চ বিদ্যালয় ইউনিটের সাংগঠনিক সম্পাদক হিসেবে রাজনীতিতে যোগ দিই। পরে জেলা ছাত্রলীগের সভাপতি হই এবং রুকসুর ভিপি প্রার্থী ছিলাম ছাত্রলীগের প্যানেলে। আমার পরিবার মুক্তিযুদ্ধ সংগঠনে ব্যাপক অবদান রেখেছে। তবে বিশেষ একটি প্রেক্ষাপটে ২০০০ সালে আমি বিএনপিতে যোগ দিই।
সম্পূর্ণ ব্যক্তিগত কারণে বিএনপি থেকে পদত্যাগ করছেন জানিয়ে অ্যাডভোকেট হাবিব বলেন, কারও প্রতি কোনো রকম ক্ষোভ বা বিদ্বেষ থেকে এ পদত্যাগ নয়।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমার পরিবারের প্রায় পাঁচশ’ জনের মধ্যে আমরা দুই ভাইই বিএনপির সঙ্গে জড়িয়েছিলাম। এখন আর কেউ বিএনপিতে রইলো না।
মন্তব্য করুন