- রাজনীতি
- ক্ষমতা ধরে রাখার প্রবণতা সর্বনাশ ডেকে আনবে: আ স ম রব
ক্ষমতা ধরে রাখার প্রবণতা সর্বনাশ ডেকে আনবে: আ স ম রব

আ স ম আবদুর রব- ফাইল ছবি
জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, ‘জনগণের সম্মতি ও সমর্থন ছাড়া ক্ষমতায় থেকে যাওয়ার অভিলাষ সরকারকে অবশ্যই ছাড়তে হবে। নির্বাচনকে শুধু ক্ষমতা ধরে রাখার উপায় হিসেবে ব্যবহার করার প্রবণতা সর্বনাশ ডেকে আনবে।’
শুক্রবার জেএসডির আঞ্চলিক সমন্বয় কমিটির সভায় তিনি এসব কথা বলেন। রাজধানীর উত্তরায় তার বাসভবনে এ সভা হয়।
আ স ম রব বলেন, ‘সরকারের অতিরিক্ত ক্ষমতালিপ্সা রাষ্ট্রকে ভয়াবহ বিপজ্জনক অবস্থায় নিয়ে যাচ্ছে। সরকারের এই প্রবণতা প্রতিরোধ করতে না পারলে রাষ্ট্রের অভ্যন্তরীণ শৃঙ্খলা ভেঙে পড়বে এবং রাষ্ট্রের অস্তিত্বকে বিপন্ন করে তুলবে। রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠানকে আইনগত ও নৈতিকভাবে ধ্বংসস্তূপে পরিণত করার পরও সরকার আত্মতুষ্টিতে মগ্ন। কয়েক কোটি মানুষকে অভুক্ত রেখে রাষ্ট্রীয় সম্পদের অপচয় করা যে কী ভয়ংকর অন্যায়- তা উপলব্ধি করতে সরকার ব্যর্থ হচ্ছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে না পারলে সামাজিক অস্থিরতা চরমভাবে বৃদ্ধি পাবে।’
তিনি আরও বলেন, ‘বিদ্যমান সংকট থেকে উত্তরণ, ধ্বংসপ্রাপ্ত শাসনব্যবস্থার সংস্কার, মানবাধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিত এবং জনগণের ভোটাধিকার সুরক্ষা দিতেই জাতীয় সরকারের প্রয়োজন। রাষ্ট্র মেরামত করা ছাড়া দুর্বৃত্তদের রাজনৈতিক অব্যবস্থাপনা নিরসন করা সম্ভব হবে না।’
সভায় আরও বক্তব্য দেন- দলটির কেন্দ্রীয় নেতা সিরাজ মিয়া, তানিয়া রব, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, সোহরাব হোসেন, অ্যাডভোকেট আবদুর রহমান মাস্টার, ডা. জবিউল হোসেন, এস এম আনসার উদ্দিন, অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল প্রমুখ।
মন্তব্য করুন