সরকার নিজেদের স্বার্থ হাসিল করার জন্য মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের রচিত সাতটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।

মেজর (অব.) হাফিজ উদ্দিন বলেন, যুদ্ধের প্রথম দিকে কোনো নেতৃত্ব ছিল না। রাজনৈতিক ব্যক্তিরা যখন এগিয়ে আসেননি, তখন জিয়াউর রহমান প্রথমে নিজে, পরে বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা দিয়ে দেশবাসীকে ঐক্যবদ্ধ করেছিলেন। সরকার সে ইতিহাস স্বীকার করে না।

তিনি আরও বলেন, জিয়াউর রহমান জীবিত থাকা অবস্থায় কোনোদিন কাউকে ছোট করে কথা বলেননি। তিনি শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু বলে সম্বোধন করে কথা বলতেন। তার পরও অপমান থেকে রেহাই নেই জিয়ার। তাকে বিভিন্নভাবে ছোট করা হয়। যেই ঘোষণাটি রাজনৈতিক গোষ্ঠী দিতে পারেনি, সেটি সামরিক অফিসার কেন দিলেন। বর্তমান রাজনৈতিক শাসকগোষ্ঠী সেটি মেনে নিতে পারছে না।

অনুষ্ঠানে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, বইয়ে একটি সত্য কথা লেখার জন্য একে খন্দকারকে অপদস্ত করা হয়েছিল।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ার উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অধ্যাপক মাহবুব উল্লাহ ও বইয়ের লেখক আ ন ম এহছানুল হক মিলন।