- রাজনীতি
- গণঅভ্যুত্থানের অপেক্ষায় আছে মানুষ: মুজাহিদুল ইসলাম সেলিম
গণঅভ্যুত্থানের অপেক্ষায় আছে মানুষ: মুজাহিদুল ইসলাম সেলিম

মুজাহিদুল ইসলাম সেলিম - ফাইল ছবি
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, দেশের মানুষের জীবনযাত্রায় আজ যে অচলাবস্থা চলছে, ক্ষমতাসীনদের লুটপাটই তার জন্য দায়ী। মানুষ আজ গণঅভ্যুত্থানের অপেক্ষায় দিন পার করছে। ২৮ মার্চের হরতাল হবে ক্ষমতাসীনদের উদ্দেশে জনতার 'হলুদ নোটিশ'।
আজ শুক্রবার রাজধানীর হাজারীবাগ, ঝিগাতলা ও বাটা সিগন্যালে সিপিবি আয়োজিত তিনটি পৃথক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। একইসঙ্গে বাম গণতান্ত্রিক জোটের ডাকে এই হরতাল সর্বাত্মকভাবে সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
সিপিবি ঘোষিত সারাদেশে চলমান 'দাবি সপ্তাহ'র দ্বিতীয় দিনের কর্মসূচির অংশ হিসেবে এসব সমাবেশের আয়োজন করা হয়।
রাজধানীর শ্যামপুরে পৃথক সমাবেশে সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, সাধারণ মানুষ শুধু কম খেয়েই বেঁচে নেই, দ্রব্যমূল্যে দিশেহারা হয়ে আহাজারি করছে। অন্তত তিন কোটি কম আয়ের মানুষকে তেল, চাল, চিনি, ডাল, আটাসহ প্রয়োজনীয় ৯টি পণ্য কম দামে সরবরাহ করতে হবে।
এ ছাড়া বিক্ষোভ সপ্তাহের দ্বিতীয় দিনে রাজধানীর শান্তিনগর বাজার, হাতিরপুল বাজার, সূত্রাপুর, মিরপুর, কাফরুলসহ বিভিন্ন এলাকায় 'দাম কমাও, জান বাঁচাও' দাবিতে পদযাত্রা, পথসভা, বিক্ষোভ সমাবেশ হয়। সমাবেশগুলোতে আরও বক্তব্য দেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য জলি তালুকদার, লুনা নূর, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শামছুজ্জামান হীরা, মহানগর নেতা সেকেন্দার হায়াৎ, ত্রিদিব সাহা, আক্তার হোসেন, সাইফুর ইসলাম সমির, শংকর আচার্য্য, মনিষা মজুমদার, আবু তাহের বকুল, হযরত আলী, জাহিদ হোসেন খান, বিকাশ সাহা, মঞ্জুর মঈন, গোলাম রাব্বি খান, রিয়াজ উদ্দিন, ফিরোজ আলম মামুন, ফারহান হাবীব, জাহাঙ্গীর আলম নান্নু, বিল্লাল হোসেন প্রমুখ।
মন্তব্য করুন