নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু পালন শুরু করেছে ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদ। গোটা মার্চ মাস ব্যাপী এই কার্যক্রম চলবে। বিভিন্ন থানা কমিটি আলাদা আলাদা দিনে বঙ্গবন্ধুর জন্মোৎসব পালন করবে। 
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ধানমন্ডি লেকে তাকওয়া মসজিদের পাশে হৈ চৈ রেস্টুরেন্টে ধানমন্ডি থানা বঙ্গবন্ধু পরিষদের পক্ষ থেকে জাতির পিতার জন্মদিন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক সরদার মাহামুদ হাসান রুবেল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক খন্দকার নজরুল ইসলাম, লুৎফর রহমান পলাশ, সদস্য মিজান ইবনে হোসেন। 
বক্তব্য রাখেন নগর কমিটির নেতা এম মনসুর আলী, নির্মল বিশ্বাস, আবদুল্লাহ আল আমিন রঞ্জন, মাজাহারুল ইসলাম মাজাহার, নীতিষ সরকার। ধানমন্ডি থানার পক্ষ থেকে বক্তব্য দেন শামসুল আলম, রবিউল ইসলাম বাবলু, চৌধুরী ফজলে আনোয়ার পল্লব, শাহদাৎ হোসেন চৌধুরী জুয়েল। সভাপতিত্ব করেন ধানমন্ডি থানা কমিটির সভাপতি সাইফুল আলম তুষার, সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক শওকত আকবর। 
এর আগে সকাল ৮টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে সকাল ১০ টায় কলাবাগানে বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
সভায় বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. এস এ মালেক, সাধারণ সম্পাদক অধ্যাপক আ ব ম ফারুক, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ, কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক  ডা. শেখ আবদুল্লাহ আল মামুন, মতিউর রহমান লাল্টু, অধ্যাপক ফিরোজ আহমেদ, কাজী রেহান সোবহান সাংগঠনিক সম্পাদক ড. লিয়াকত হোসেন মোড়ল প্রমুখ। 
ঢাকা মহানগর কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন সরদার মাহামুদ হাসান রুবেল। এ সময় ঢাকা মহানগর কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।