দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও রমজানে জনদুর্ভোগ দূর করাসহ নানা দাবিতে আন্দোলন কর্মসূচি জোরদার করতে মুক্ত সংলাপ করেছে এবি পার্টি। শুক্রবার সকাল ১১টার দিকে এ সংলাপ অনুষ্ঠিত হয়।  

কেন্দ্রীয় কমিটির ঢাকা অঞ্চলের সদস্যদের নিয়ে আয়োজিত এই সংলাপে সভাপতিত্ব করেন পার্টির আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম, সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, বিএম নাজমুল হকসহ আরও অনেকে।

সংলাপে বক্তারা সরকারের বিভিন্ন ব্যর্থতার কথা তুলে ধরে নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন। এসময় তারা ২২ মার্চ ও ২৬ মার্চ বিক্ষোভ মিছিল, প্রতিবাদী সমাবেশ ও লং মার্চের ঘোষণা দেন। 

সংলাপে প্রস্তাবনা তুলে ধরে আরও বক্তব্য প্রদান করেন, এবি পার্টির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম এফসিএ, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব আনোয়ার সাদাত টুটুল, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইন, গাজীপুর জেলা আহ্বায়ক এম আমজাদ খান, সহকারী সদস্য সচিব অ্যাডভোকেট সাইদ নোমান, শাহ আব্দুর রহমান, শ্রমিক নেতা তানভীর হোসেন, যুবনেতা ইলিয়াস আলী, আনোয়ার ফারুক ও নারী নেত্রীদের মধ্যে সুলতানা রাজিয়া, আমেনা বেগম, রুনা হোসেন, শীলা আক্তার, জেসমিন আক্তার মুক্তা প্রমূখ। সংবাদ বিজ্ঞপ্তি