বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের বক্তব্যের জবাব দিতে 'ছাত্রদলই যথেষ্ট' বলে হুঁশিয়ার উচ্চারণ করেছেন সংগঠনটির নেতারা। মঙ্গলবার রাজু ভাস্কর্যের পাদদেশে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশে নেতারা এসব কথা বলেন।

ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ বলেন, দেশের স্বাধীনতায় জিয়া পরিবারের ত্যাগ, অবদান অনস্বীকার্য। তখনকার আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে যেখানে ব্যর্থ হয়েছে সেখানে জীবনের চরম ঝুকি নিয়ে সেদিনকার মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। খালেদা জিয়া তার দুই ছেলে তারেক রহমান ও প্রয়াত আরাফাত রহমান কোকোকে নিয়ে দীর্ঘ নয় মাস পাকিস্তান সেনাবাহিনীর কারাগারে বন্দি ছিলেন। এটাই প্রকৃত ইতিহাস।

শ্রাবণ বলেন, আজ যারা বড় বড় কথা বলছেন, 'তারা হয় ওইসময়ে আত্মসমর্পণ করেছিলেন, নয়তো পাকিস্তানিদের রেশন খেয়ে আরামে জীবন চালিয়েছেন অথবা কলকাতায় আনন্দ স্ফূতিতে ব্যস্ত ছিলেন। এখন তারাই মুক্তিযুদ্ধের বিকৃত ইতিহাস জাতিকে খাওয়াচ্ছে। আর তাদের তল্পিবাহক সরকারি কর্মচারীরা কুরুচিপূর্ণ ভাষায় মহান মুক্তিযুদ্ধের প্রথম নারী মুক্তিযোদ্ধাকে আক্রমণ করছেন। আমরা এর উপযুক্ত জবাব দিতে প্রস্তুত আছি।'

সাধারণ সম্পাদক ইকবাল হোসোন শ্যামল বলেন, 'ডিএমপি কমিশনার শফিকুল ইসলামের ধৃষ্টতাপূর্ণ বক্তব্য প্রত্যাহার ও নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে হবে। জনগণের ট্যাক্সের টাকায় রাষ্ট্রের চাকররা যদি মালিকের বিরুদ্ধে যায়, তাহলে ওই চাকরকে কেমনে থামাতে হয় তা ছাত্রদল ভালো করেই জানে।'

এসময়ে আরও বক্তব্য রাখেন ছাত্রদল কেন্দ্রীয় সহসভাপতি মামুন খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহবায়ক রাকিবুল ইসলাম রাকিব, কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক তানজীল হাসান তবিবর রহমান সাগর, মারুফ এলাহি রনি, করিম প্রধান রনি, ঢাবি সিনিয়র যুগ্ম আহবায়ক আক্তার হোসেন, যুগ্ম আহবায়ক জহির উদ্দিন, আশরাফুল ইসলাম খান আনিকসহ বিভিন্ন হলের সভাপতি ও সাধারণ সম্পাদকরা।