সরকার উন্নয়নের ফিরিস্তি দিয়ে আওয়ামী লীগ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। 

তিনি বলেন, দ্রব্যমূল্য সীমাহীন বৃদ্ধিতে নিম্ন ও মধ্য আয়ের মানুষ অসহায়। কিন্তু লুটপাটের সরকার নির্বিকার ভূমিকা পালন করছে।

মঙ্গলবার এলিফ্যান্ট রোডে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, সরকার একদলীয় শাসন কায়েম করে রাখতে চায় এটাই তাদের অন্তরের বক্তব্য। আর দেশে বিরোধী দল শূন্য করার জন্য স্বাধীনতা দিবস হোক আর বিজয় দিবস হোক কোনো অনুষ্ঠান করতে দেয় না।

এসময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলামসহ শ্রমিকদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।