আওয়ামী লীগ সরকারের উন্নয়ন তুলে ধরে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, গ্রামেগঞ্জে কোথাও এখন আর কুঁড়েঘর দেখা যায় না। গ্রামেগঞ্জে কোথাও একটি মানুষ পাওয়া না যার পায়ে জুতা নেই। 

মঙ্গলবার বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ৫২ নং ওয়ার্ডের অন্তর্গত ইউনিট আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপিকে উদ্দেশ্য করে নানক বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে দেশের মানুষ অন্ন-বস্ত্র চিকিৎসা হচ্ছে। গ্রামেগঞ্জে কোথাও এখন আর কুঁড়েঘর দেখা যায় না। গ্রামেগঞ্জে কোথাও একটি মানুষ পাওয়া না যার পায়ে জুতা নেই। পরনে ছেঁড়া কাপড় রয়েছে এমন একটি মানুষ পাওয়া যায় না। আমার গ্রাম আমার শহর এর প্রকল্পের মাধ্যমে গ্রামের চেহারা পরিবর্তন করে দিয়েছে শেখ হাসিনা। তারপরেও ধন্যবাদ দিবেন না? লজ্জা করে না আপনাদের?’ 

বিএনপিকে মিথ্যাবাদী আখ্যা দিয়ে নানক বলেন, ‘ওরা মিথ্যাবাদী। ওদেরকে চিনতে হবে। তাদের জন্মই হয়েছে মিথ্যার ওপর দাঁড়িয়ে। সরকারের এতো উন্নয়ন তাদের চোখে পড়ে না। তারা শুধু মিথ্যাচারই জানে।’

২০২২ এবং ২০২৩ সাল আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য ‘আরেকটি মুক্তিযুদ্ধ’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের আরেকটি অর্থনৈতিক মুক্তির-মুক্তিযুদ্ধ করতে হবে। সে অর্থনৈতিক মুক্তির-মুক্তিযুদ্ধ পরিচালনা করতে গেলে আগামী নির্বাচনে জনগণকে সঙ্গে নিয়ে আমাদের ভোটে জয়লাভ করে হবে। মনে রাখতে হবে এদেশে শেখ হাসিনা কোন বিকল্প নেই।’ 

৫২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. ফারুক হোসেনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অথিতির বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস। সম্মেলনে আরও বক্তব্য রাখেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সহ-সভাপতি দিলীপ কুমার রায়, যুগ্মসাধারণ সম্পাদক মিরাজ হোসেন, মহিউদ্দিন আহমেদ মহিসহ থানা এবং মহানগর দক্ষিণের নেতারা।