- রাজনীতি
- আওয়ামী লীগের গণতন্ত্র মিষ্টি কুঁমড়া বেগুনির মতো: রিজভী
আওয়ামী লীগের গণতন্ত্র মিষ্টি কুঁমড়া বেগুনির মতো: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগের গণতন্ত্র হচ্ছে 'মিষ্টি কুঁমড়ায় বেগুনি' তৈরির মতো। জাতীয় সংসদে দাড়িয়ে ওই দলের নেত্রী এভাবেই জনগণকে সবক দিয়েছেন। দ্রব্যমূল্যের ঊর্দ্ধগতির কোনো সমাধান না করে জনগণের সঙ্গে উপহাস করাটাই তাদের চরিত্র।
রোববার সকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে মহিলা দলের উদ্যোগে প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, যখন ডা. জোবাইদা রহমানের মামলাটি বাতিলের আবেদনের জন্য লিভ টু আপিল করা তখনই সরকারি চক্রান্ত শুরু হয়। এখানে লাল টেলিফোনের প্রভাব আছে, এই সিদ্ধান্তের পেছনে লাল টেলিফোনের প্রভাব আছে। এই মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, জিয়া পরিবারকে সামাজিকভাবে হেয় করার জন্য এটা গভীর ষড়যন্ত্রের অংশ। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা সব কাল্পনিক। গায়ের জোরে তারা দিয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশে নিম্ন আদালতে রায় উচ্চ আদালতের আপিল করলে সেই রায় কমে যায়। একজন বরণ্যে মুক্তিযোদ্ধা, রণাঙ্গনের মুক্তিযোদ্ধার সহধর্মিনী, তিনি বার বার গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, তিন বারের প্রধানমন্ত্রী তার মামলায় নিম্ন আদালতে প্রহসনের রায় হলো ৫ বছরের, আর উচ্চ আদালতে দেয়া হলো ১০ বছরের জেল। পৃথিবী সকল দৃষ্টান্ত অতিক্রম করে এক অভিনব নজির সৃষ্টি করেছে এই আওয়ামী লীগের বিচার ব্যবস্থা।
মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের সঞ্চালনায় এই সমাবেশের মহিলা দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।
মন্তব্য করুন