- রাজনীতি
- মানবমুক্তির লড়াইয়ের অনন্ত প্রেরণার উৎস কমরেড লেনিন
লেনিন দিবসের আলোচনা সভায় বক্তারা
মানবমুক্তির লড়াইয়ের অনন্ত প্রেরণার উৎস কমরেড লেনিন

ছবি: সমকাল
রুশ বিপ্লবের মহান নেতা কমরেড ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ লেনিনের ১৫২তম জন্মবার্ষিকীর আলোচনা সভায় বক্তারা বলেছেন, ‘সারা দুনিয়ার শ্রমজীবী-মেহনতি মানুষের মুক্তির জন্য কমরেড লেনিন যে শিক্ষা রেখে গেছেন, তা চিরকাল অনুসরণীয় হয়ে থাকবে। শ্রমিকশ্রেণির চেতনায় ও সংগ্রামে তিনি চিরভাস্বর ও পথপ্রদর্শক। মানবমুক্তির লড়াইয়ে অনন্ত প্রেরণার উৎস কমরেড লেনিন।’
শুক্রবার রাজধানীর পুরানা পল্টনের মুক্তিভবনের প্রগতি সম্মেলন কক্ষে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) এই আলোচনা সভার আয়োজন করে। সিপিবির প্রেসিডিয়াম সদস্য এএন রাশেদার সভাপতিত্বে ও কেন্দ্রীয় সদস্য অধ্যাপক এমএম আকাশের সঞ্চালনায় আলোচনা সভায় ‘শ্রেণি ও শ্রেণিসংগ্রাম’ শীর্ষক প্রবন্ধ উত্থাপন করেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য ডা.সাজেদুল হক রুবেল। প্রবন্ধের ওপর আলোচনা করেন কেন্দ্রীয় কমিটির সদস্য মো. কিবরিয়া।
পরে উন্মুক্ত আলোচনায় অংশ নেন সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক কাবেরী গায়েন, লাকী আক্তার, ঢাকা দক্ষিণের নেতা শংকর আচার্য্য, মুন্সিগঞ্জ জেলার নেতা শম কামাল প্রমুখ।
বক্তারা আরও বলেন, ‘দুনিয়াকে বদলে দেওয়ার অগ্রসেনানী হলেন কমরেড লেনিন। মার্কস-এঙ্গেলস-এর পথ ধরেই লেনিন অগ্রসর হয়েছেন। মার্কসবাদের বিকাশে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। নিজে তত্ত্ব নির্মাণ করেছেন এবং নেতৃত্ব দিয়েছেন পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক বিপ্লবে। আজও সারা দুনিয়ার শোষিত, বঞ্চিত, নিষ্পেষিত মানুষের কাছে সোভিয়েত সমাজতান্ত্রিক বিপ্লব উজ্জ্বলতম প্রেরণা এবং দৃষ্টান্ত হয়ে আছে।’
এর আগে কমরেড লেলিনের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সিপিবি ও গণসংগঠনের নেতারা।
মন্তব্য করুন