- রাজনীতি
- শ্রমিকের জীবিকার ওপর আঘাত বরদাস্ত করা হবে না: সেলিম
শ্রমিকের জীবিকার ওপর আঘাত বরদাস্ত করা হবে না: সেলিম

ছবি: সমকাল
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, ‘দেশের কোটি কোটি মানুষের যাতায়াত সেবায় নিয়োজিত রিকশা-ভ্যান ও ইজিবাইকের ৫০ লাখ শ্রমিক। তাদের জীবিকা রক্ষা ও উন্নত করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব হওয়া উচিৎ। সরকার সেই দায়িত্ব পালন না করে তাদের জীবন-জীবিকাকে নানাভাবে হুমকির মুখে ঠেলে দিচ্ছে। তাদের জীবিকার ওপর আঘাতের পদক্ষেপ নিলে তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না।’
শুক্রবার রাজধানীর পুরানা পল্টনের মুক্তিভবনে রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়ন আয়োজিত ‘বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিকদের জীবন-জীবিকার সংকট ও নিরসনের উপায়’ শীর্ষক আলোচনা সভায় মুজাহিদুল ইসলাম সেলিম এসব কথা বলেন। তিনি বলেন, ‘নৌ-রেল সেবাসহ, গণপরিবহনের সেবা খাতের উন্নতি না করে রিকশা-ভ্যান-ইজিবাইক বন্ধের চেষ্টা দেশের অগ্রগতির জন্য আত্মঘাতী হবে। সরকার মানুষের কাজের নিশ্চয়তার সাংবিধানিক দায়িত্ব পালন না করে যারা রিকশা-ভ্যান-ইজিবাইক চালিয়ে আত্ম-কর্মসংস্থানের মাধ্যমে উপার্জন করছে শ্রমিকের জীবন-জীবিকা সংকটের মুখে ঠেলে দিচ্ছে। এটা শুধু অমানবিক নয়, বৈষম্যের নীতিতে পরিচালিত রাষ্ট্রের শ্রমিকের প্রতি বৈষম্যের বহিঃপ্রকাশ।’
রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাসদের সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক এমএম আকাশ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহম্মদ আজম, রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় নেতা আরিফুল ইসলাম নাদিম, বিমল কান্তি দাস, আব্দুল হাকিম মাইজভান্ডারী, সুমন মৃধা, লিটন নন্দী, আব্দুর রহিম, সান্দ্র মহন্ত প্রমুখ।
মন্তব্য করুন