বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষকে অসন্তুষ্ট রেখে কোনো সরকার থাকতে পারে না। এই সরকার এতই অপরাধ করেছে যে, যে কোনো মুহূর্তে জনবিস্ফোরণ ঘটতে পারে। তখন আওয়ামী লীগ কিংবা তাদের দোসরদের আর খুঁজে পাওয়া যাবে না। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী বিপুল সমর্থনে ক্ষমতায় এসেছিল। এখন নিজেদের দলের লোকেরাই পাশে নেই। আর আপনারা তো ভোটেই জেতেননি। রাতের অন্ধকারে জনগণের ভোটাধিকার হরণ করে ক্ষমতায় এসেছেন, আবার যেতেও হবে সেই অন্ধকারে।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক সুমন ভূঁইয়ার মুক্তি দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, বাংলাদেশের মালিক জনগণ। মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি লুটপাট করার জন্য নয়। জনগণকে তাদের ক্ষমতা ফিরিয়ে দিন। তাদের মতামত প্রকাশের স্বাধীনতা দিন। গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা পরিবর্তনের সুযোগ দিন। না হলে আরও বেশি কষ্ট পাবেন।

ঢাকা দক্ষিণ শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক শাহ আলমের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণের বিএন পির আহ্বায়ক আব্দুস সালাম, শ্রমিক দল সভাপতি আনোয়ার হোসেন, বিএনপি নেতা প্রকৌশলী ইশরাক হোসেন প্রমুখ।