- রাজনীতি
- পাল্টা আঘাতের জন্য প্রস্তুতি নিতে হবে: গয়েশ্বর
পাল্টা আঘাতের জন্য প্রস্তুতি নিতে হবে: গয়েশ্বর

সরকারের অন্যায়ের বিরুদ্ধে পাল্টা আঘাতের জন্য নেতা-কর্মীদের প্রস্তুত হতে বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ঢাকা কলেজে প্রাক্তন ও বর্তমান ছাত্র নেতাদের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
গয়েশ্বর বলেন, মানুষ চায় আমরা রাস্তায় মোকাবিলা করি, মানুষ চায় আমরা মার খাই, মানুষ চায় আমরা পাল্টা মার দেই। যুদ্ধ জয় করতে চাইলে আপনি একতরফা গুলি খাবেন, গুলি করবেন না-এটার নাম যুদ্ধ না। আমরা একতরফা মার খেয়ে যাচ্ছি। মামলাবাজি আর আদালতে হাজিরা দিচ্ছি। একটু একটু করে সরকারের হাত অনেক লম্বা হয়ে গেছে।
তিনি আরও বলেন, এখন আঘাতের পরে পাল্টা আঘাতের জন্য প্রস্তুত হতে হবে। আমাকে মারবে, আমার বেঁচে থাকার অধিকার থাকবে না আর আমাকে যে মারবে তাকে আমি কিছু বলবো না, তাকে গালে চুমু খাবো? রাষ্ট্রের সংবিধানে কি লেখা আছে আমাকে ধরে ধরে পিটাবে?
আইনজীবীদের সমালোচনা করে তিনি বলেন, সুপ্রিম কোর্টে যে কাজ হয়েছে তার প্রতিবাদে কি জাতীয়তাবাদী ঘরানার আইনজীবীরা আদালতে যাওয়া একদিনের জন্য বন্ধ করবেন? মনে হয় না। পুলিশ যদি রাস্তায় ব্যারিকেড দেয় তা ভেঙে হলেও যাবে। খালেদা জিয়ার জন্যও এই আইনজীবীরা একদিনের জন্যও কর্মবিরতি দেয়নি। অথচ এই সুপ্রিম কোর্টের আইনজীবীর সমিতির সভাপতি ছিলেন অ্যাডভোকেট শামসুল হক চৌধুরী। কত ধানে কত চাল তা এইচ এম এরশাদকে বুঝিয়ে দিয়েছিলেন তিনি। যেখানে ন্যায় বিচার হয়না সেখানে যদি প্রতিবাদ না আসে তাহলে কারা প্রতিবাদ করবে।
ঢাকা কলেজ ছাত্র সংসদের প্রাক্তন ভিপি মীর সরফত আলী সপুর সভাপতিত্বে ঢাকা কলেজের সাবেক ভিপি হারুনুর রশীদের সঞ্চালনায় আলোচনা সভায় কলেজের সাবেক ছাত্র নেতাদের আসাদুল করিম শাহিন, আবদুল কাদির ভুঁইয়া জুয়েল, জাকির হোসেন, মীর নেওয়াজ আলী নেওয়াজ, কামাল আনোয়ার, নুরুল ইসলাম নয়নসহ আরো অনেকে বক্তব্য রাখেন।
মন্তব্য করুন