- রাজনীতি
- দেশের গণতন্ত্র হত্যা করেছে আওয়ামী লীগ সরকার: রিজভী
দেশের গণতন্ত্র হত্যা করেছে আওয়ামী লীগ সরকার: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগ সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে ক্ষমতায় এসেছে। তাই র্যাবের ওপর নিষেধাজ্ঞা ছাড়াতে ভারতের কাছে সহায়তা চাচ্ছে। এই দেশে কোনো গণতন্ত্র নেই। দেশের গণতন্ত্র হত্যা করেছে আওয়ামী লীগ সরকার।
আজ বৃহস্পতিবার বিকেলে জয়পুরহাট সদর উপজেলার জামালপুর দাদরা জন্তিগ্রাম এলাকায় জেলা বিএনপির সদস্য মো. ফজলুর রহমানের চাতাল চত্বরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় অনলাইনে যুক্ত হয়ে সভায় বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান।
রিজভী বলেন, এই সরকারের দিন শেষ হয়ে এসেছে। আমরা আন্দোলনের মাধ্যমে খুব দ্রুত এই স্বৈরাচারী সরকারের পতন ঘটাব। আন্দোলন শুরু হয়ে গেছে। বিদেশিদের সমর্থন আছে, দেশেও সমর্থন আছে। এসবের ফয়সালা হবে রাজপথে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে তিনি বলেন, আপনি তো র্যা ব-পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে নিজের নিরাপত্তা বেষ্টনী তৈরী করেছেন। আপনার নিরাপত্তার ওই খোলস থেকে মাঠে বেরিয়ে আসুন, একদিকে আপনি আরেকদিকে খালেদ জিয়া, জনগন কার পক্ষে, নিজের চোখেই তা দেখতে পাবেন।
তিনি আরও বলেন, যারা সরকারের সমালোচনা করে, তাদের গুমের শিকার হতে হয়। ক্রসফায়ারের শিকার হতে হয়।
রিজভী বলেন, মাফিয়া দল তৈরি করেছেন শেখ হাসিনা। আজ ঢাকা শহরে ৫২টা ক্যাসিনো। কার আমলের তৈরি। তার যুবলীগ, ছাত্রলীগ মানুষ হত্যা করছে, সন্ত্রাস করছে, ক্যাসিনো চালাচ্ছে, জুয়া চালাচ্ছে। অথচ তিনি অবলীলায় মিথ্যা কথা বলে যাচ্ছেন।
জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ শামছুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য প্রদান করেন, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, জাসাসের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জাহিদুল আলম হিটু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন, মাসুদ রানা প্রধান, আব্দুল ওয়াহাব, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফজলুর রহমান, জেলা যুবদলের আহবায়ক শাহনেওয়াজ কবির শুভ্র, সিনিয়র যুগ্ম আহবায়ক আবু রাইহান উজ্জল, সদস্য সচিব মোক্তাদিল হক আদনান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব শামস মতিন, জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদ প্রধান প্রমুখ।
মন্তব্য করুন