- রাজনীতি
- থানায় আশ্রয় নিয়েও রেহাই পাননি ড. রেদোয়ান: কর্নেল অলি
থানায় আশ্রয় নিয়েও রেহাই পাননি ড. রেদোয়ান: কর্নেল অলি

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, আওয়ামী লীগের সশস্ত্র সন্ত্রাসীদের হামলার মুখে থানার ভেতরে গিয়ে, আশ্রয় নিয়েও রেহাই পাননি এলডিপি মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ। পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়ে আটক করেছে। এখন নতুন করে মামলা সাজাচ্ছে তার বিরুদ্ধেই।
সোমবার কুমিল্লায় এলডিপি মহাসচিবের উপর হামলা এবং তাকে গ্রেপ্তার করায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দেওয়া এক বিবৃতিতে এসব কথা বলেন কর্নেল অলি।
বিবৃতিতে কর্নেল অলি বলেন, কুমিল্লার চান্দিনায় এলডিপি আয়োজিত ঈদ পুর্নমিলনী অনুষ্ঠানে যাওয়ার সময়ে আওয়ামী সন্ত্রাসীরা ড. রেদোয়ান আহমেদের গাড়িতে যেভাবে ন্যাক্কারজনক হামলা চালিয়েছে তা বর্তমান গণবিচ্ছিন্ন সরকারের আমলে চলমান সন্ত্রাসী কর্মকাণ্ডের আরেকটি ঘৃণ্য বহিঃপ্রকাশ। আত্মরক্ষার্থে থানায় আশ্রয় নেওয়ার পর পুলিশ কর্তৃক তাকে গ্রেপ্তার দেখানোর ঘটনায় পুলিশ রক্ষক হয়ে ভক্ষকের পরিচয় দিয়েছে। এটা কাপুরুষোচিত ঘটনা।একইসঙ্গে এ হামলার ঘটনায় জড়িত দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং ড. রেদোয়ান আহমদের মুক্তি দাবি করেন অলি।
মন্তব্য করুন