- রাজনীতি
- কার যে মাথাপিছু আয় বেড়েছে তা আমি জানি না: আব্বাস
কার যে মাথাপিছু আয় বেড়েছে তা আমি জানি না: আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দেশে কার যে মাথাপিছু আয় বেড়েছে তা আমি জানি না। কিন্তু আওয়ামী লীগের মাথাপিছু আয় বেড়েছে এতে কোনো সন্দেহ নেই। আর যে বাচ্চাটা মায়ের পেটে আছে, তার মাথার লোন হচ্ছে— ৪৯২ ডলার!
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
‘দেশব্যাপী বিএনপিসহ বিরোধী নেতাকর্মীদের উপর আওয়ামী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে’ এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
পত্রিকায় একটি সংবাদের কথা উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, আসন ভাগ করছেন, ১০০ আসন ও ৭০ আসন। যারা আসন ভাগ করছেন, আমরা আপনাদের পা ভাগ করে দেবো। আসন ভাগের নির্বাচন বাংলাদেশে হবে না। কোনো আঁতাতের নির্বাচন বাংলাদেশে হতে দেওয়া হবে না।
খন্দকার মোশাররফ হোসেনের বাড়িতে ছাত্রলীগ ও যুবলীগের হামলা প্রসঙ্গে আব্বাস বলেন, ওখানে কিন্তু ছাত্রলীগ ও যুবলীগ উত্তম-মধ্যম খেয়ে ফেরত এসেছে। রেদোয়ানের ওপর যেখানে হামলা হয়েছে, সেখানে উত্তম-মধ্যম খেয়ে ফেরত এসেছে। ভিপি জয়নাল আবেদীনের ওখানে হামলা হয়েছে, সেখানেও উত্তম-মধ্যম খেয়ে ফেরত এসেছে। অর্থাৎ প্রতিরোধ শুরু হয়ে গেছে। এখন আমাদের প্রত্যাঘাত করতে হবে।
সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, সময় কিন্তু এসে গেছে। এখন থেকে আমরা আর মিছিল-মিটিংয়ের অনুমতি নেব না। এখন থেকে আমরা কোনো অনুমতির তোয়াক্কা করবো না। মনে রাখবেন শুরু কিন্তু হয়ে গেছে। পালানো শুরু হয়ে গেছে। কিছু কিছু লোক এর আগেও বিমানবন্দরে গিয়ে ধরা খেয়েছে, এখনও ধরা খাচ্ছে। যেতে ও বেরোতে পারছে না।
ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হকের সভাপতিত্বে ও দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সহ সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ প্রমুখ বক্তব্য রাখেন।
মন্তব্য করুন