গ্যাস সংযোগের জন্য ৪০ হাজার টাকা ঘুষ নেওয়ায় কর্ণফুলী গ্যাসের ঠিকাদার, টেকনিশিয়ানসহ তিন জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। 

বৃহস্পতিবার দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি করেন সংস্থার উপ-পরিচালক মো. আবু সাঈদ। 

মামলার আসামিরা হলেন- কর্ণফুলী গ্যাস ডিস্টিবিউশন কোম্পানি লিমিটেডের টেকনিশিয়ান মো. মুছা খালেদ, ঠিকাদার মো. এরশাদ ও দালাল বশির সরকার। মামলার বাদী মো. আবু সাঈদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এজাহারে উল্লেখ করা হয়, চট্টগ্রাম নগরীর ষোলশহর দুই নম্বর গেইট চিটাগাং শপিং কমপ্লেপের পেছনে বাটার শোরুমের গলি এলাকায় একটি গ্যাস সংযোগের জন্য মো. লোকমান হোসেন থেকে ৪০ হাজার টাকা ঘুষ নেন আসামিরা। 

দুদক প্রাথমিক তদন্ত করে লোকমানের অভিযোগের সত্যতা পেয়েছেন। অভিযুক্ত টেকনিশিয়ান মো. মুছা খালেদ হাটহাজারি উপজেলার বটতল গ্রামের মৃত নুরুজ্জামানের ছেলে। ঠিকাদার মো. এরশাদ পটিয়ার বড়উঠান গ্রামের মৃত আবু বক্করের ছেলে ও দালাল বশির সরকার নগরের বায়েজিদ থানার মোহাম্মদ নগরের মৌসুমী মায়ের কলোনির বাসিন্দা।