- রাজনীতি
- যুবদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন, সম্পাদক মোনায়েম মুন্না
যুবদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন, সম্পাদক মোনায়েম মুন্না

সুলতান সালাহউদ্দিন টুকু ও মোনায়েম মুন্না
সুলতান সালাহউদ্দিন টুকুকে সভাপতি ও মোনায়েম মুন্নাকে সাধারণ সম্পাদক করে জাতীয়তাবাদী যুবদলের আট সদস্যের আংশিক কমিটি অনুমোদন দিয়েছে বিএনপি। শুক্রবার দুপুরে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত কমিটিতে টুকু্ সাধারণ সম্পাদক এবং মোনায়েম মুন্না সহ-সভাপতি ছিলেন।
আংশিক আট সদস্যের কেন্দ্রীয় কেন্দ্রীয় কমিটির অন্যদের মধ্যে মামুন হাসানকে সিনিয়র সহসভাপতি, নুরুল ইসলাম নয়নকে সহসভাপতি এবং সহ-সভাপতি পদ মর্যাদায় কামরুজ্জামান দুলালকে দপ্তর সম্পাদক করা হয়েছে।
নতুন কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে শফিকুল ইসলাম মিল্টন ও গোলাম মওলা শাহীনকে মনোনয়ন দেয়া হয়েছে এবং সাংগঠনিক সম্পাদক পদে ইসহাক সরকারকে নির্বাচিত করা হয়।
২০১৭ সালের ১৭ জানুয়ারি সাইফুল আলম নিরবকে সভাপতি ও সুলতান সালাউদ্দিন টুকুকে সাধারণ সম্পাদক করে পাঁচ সদস্যের আংশিক কমিটি গঠন হয়েছিলো। ওই কমিটির মেয়াদ শেয়ের প্রায় তিনবছর পর ২০২০ সালের ৭ ফেব্রুয়ারি ১১৪ সদস্যের আংশিক কমিটি ঘোষণা হয়েছিলো, পরে আর পূর্ণাঙ্গ কমিটি করতে পারেন নিরব-টুকু কমিটি।
মন্তব্য করুন