বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালকে অপারেশনের পর নিয়মিত মেডিকেল চেকআপের জন্য দেশের বাইরে যেতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আজ রোববার তার ব্যক্তিগত সহকারী মো. জা‌হিদ সমকালকে জানান, ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনে তা‌কে বাধা দেওয়া হয়েছে। তাকে এখনো (সকাল সাড়ে ১০টা) ইমিগ্রেশনে বসিয়ে রাখা হয়েছে। 

জাহিদ বলেন, মোয়াজ্জেম হোসেন আলাল দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ। তার কিডনিতে টিউমার ধরা পড়েছিল। অপারেশন করা হয়েছে। চিকিৎসকদের পরামর্শে মেডিকেল চেকআপের জন্য তাকে নিয়মিত দেশের বাইরে যেতে হয়।