- রাজনীতি
- খালেদা জিয়া জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে: সেলিমা রহমান
খালেদা জিয়া জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে: সেলিমা রহমান

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে বলে দাবি করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান।
তিনি বলেন, আজকে খালেদা জিয়াকে চিকিৎসার কোনো সুযোগ দেওয়া হচ্ছে না। তার যে রোগ, তা চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠাতে হবে। তা না হলে তার চিকিৎসা হবে না।
সোমবার নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনের এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। খালেদা জিয়া মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে এ মানববন্ধনের আয়োজন করে মহিলা দল। মানববন্ধন শেষ করে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচ থেকে মহিলা দলের নেতাকর্মীরা মিছিল বের করলে পুলিশ বাধায় তা বেশি দুর এগুতে পারেনি।
অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী বলেন, প্রধানমন্ত্রী পদ্মা সেতুর উপলক্ষে ৬৪ জেলায় অনুষ্ঠান করছেন। কার টাকায় এই অনুষ্ঠান করছেন। আপনি উল্লাস করছেন, আর সাবেক প্রধানমন্ত্রী হাসপাতালে কাতরাচ্ছেন। তিনি চিকিৎসার সুযোগ পাচ্ছেন না।
তিনি আরও বলেন, তিনি (খালেদা জিয়া) পায়ে হেঁটে জেলে গেলেন, আর হুইল চেয়ারে করে ফিরলেন। আপনি তার খাবারের মধ্যে কী বিষ মিষিয়েছেন, এটাই মানুষের মুখে-মুখে প্রশ্ন। প্রধানমন্ত্রী বলেছেন তিনি কারও কাছে মাথা নত করেন না। অথচ দেশের সকল মানুষই জানে, আপনার মাথা ১৭০ ডিগ্রি নতজানু।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, নাজমুন্নাহার বেবি, হেলেন জেরিন খান, নেওয়াজ হালিমা আর্লি, শাম্মী আক্তার প্রমুখ।
মন্তব্য করুন