- রাজনীতি
- পদ্মা সেতুর জন্য পরীক্ষার তারিখ পরিবর্তন বিবেচনাপ্রসূত নয়: রব
পদ্মা সেতুর জন্য পরীক্ষার তারিখ পরিবর্তন বিবেচনাপ্রসূত নয়: রব

ফাইল ছবি
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, একটি সেতুর উদ্বোধনের জন্য ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন পরীক্ষার্থীর পরীক্ষার তারিখ পরিবর্তনের সরকারের সিদ্ধান্ত অবিবেচনাপ্রসূত।
সোমবার এক বিবৃতিতে তিনি আরো বলেন, আমাদের মত দেশে একটি সেতুর উদ্বোধন গুরুত্বপূর্ণ হতে পারে কিন্তু জাতির সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে না। সেতু উদ্বোধনকে ঘিরে অনাবশ্যক বর্ণাঢ্য অনুষ্ঠানের কারণে এসএসসি পরীক্ষা গুরুত্বহীন করায় প্রমাণ হয়েছে সরকার বা আওয়ামী লীগের কাছে জনগণের অগ্রাধিকার নেই।
আ স ম রব বলেন, পরীক্ষার তারিখ পরিবর্তনে লাখ লাখ ছাত্র-ছাত্রী বা অভিভাবকগণের কাছে সরকার কোনো দুঃখ প্রকাশের প্রয়োজনও বোধ করেনি। এগুলো জনগণকে অসম্মানের শামিল। যা কারো কাম্য নয়।
মন্তব্য করুন