- রাজনীতি
- মামুনুলরা বাদ, ১৪ মাস পর হেফাজতের মহানগর কমিটি
মামুনুলরা বাদ, ১৪ মাস পর হেফাজতের মহানগর কমিটি

১৪ মাস পর হেফাজতে ইসলামের ঢাকা মহানগর কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি হয়েছেন মাওলানা আবদুল কাইয়ুম সুবহানী সভাপতি। সাধারণ সম্পাদক পদে এসেছেন মুফতি কেফায়েতুল্লাহ আজহারী। আগের কমিটিতে এ পদে ছিলেন মাওলানা মামুনুল হক। তিনিসহ আগের কমিটির কাউকে রাখা হয়নি নতুন কমিটিতে।
মহানগর কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদ পদে এসেছেন মাওলানা আনিসুর রহমান ও মাওলানা নুরুল ইসলাম। মাওলানা মুনিরুজ্জামানকে সাংগঠনিক এবং মাওলানা মুস্তাকি বিল্লাহ হামিদীকে সহ-সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটির সদস্যরা হলেন মুফতি কামাল উদ্দীন, মাওলানা রাশেদ বিন নুর ও মাওলানা সানাহুল্লাহ হাফেজ্জী।
কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা আবদুল আওয়ালকে নায়েবে আমির পদে পদোন্নতি দেওয়া হয়েছে। ব্রাক্ষণাড়িয়া জামিয়া সিরাজিয়ার মাদ্রাসার মুহতামিম মাওলানা তানভিরুল হক সিরাজীকে সদস্য হিসেবে কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভূক্ত করা হয়েছে।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারতীয় প্রধানমন্ত্রীকে অতিথি করার প্রতিবাদে গত বছর আন্দোলনে নামে হেফাজত। কর্মসূচিতে সহিংসতা ও হরতালে প্রাণহানিতে সংগঠনটির প্রায় সব নেতা মামলার আসামি হন। চাপের মুখে গত বছরের ২৫ এপ্রিল রাতে সব কমিটি বিলুপ্ত করে হেফাজতের সেই সময়কার আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী। একই বছরের ৭ জুন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংশ্নিষ্ট এবং কারাবন্দিদের বাদ দিয়ে ৩৩ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।
ধরপাকড়ে বিপর্যস্ত হেফাজত আবার সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে। আগামী ১৭ জুন চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ ময়দানে শানে রেসালাত সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত হয় সোমবারের বৈঠকে।
হেফাজত সূত্র জানিয়েছে, পর্যায়ক্রমে জেলা ও উপজেলা কমিটিও পর্যায়ক্রমে ঘোষণা করা হবে। তবে মাদ্রাসা সংশ্নিষ্টদেরই রাখা হবে কমিটিতে। আগের মহানগর কমিটির সভাপতি জুনায়েদ আল হাবিব ও সাধারণ সম্পাদক মামুনুল হক এখন কারাগারে রয়েছেন একাধিক মামলার আসামি হয়ে।
মন্তব্য করুন