- রাজনীতি
- স্বাধীনতার পর শ্রেষ্ঠ অর্জন পদ্মা সেতু: কৃষিমন্ত্রী
স্বাধীনতার পর শ্রেষ্ঠ অর্জন পদ্মা সেতু: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক- ফাইল ছবি
স্বাধীনতা যুদ্ধে বিজয়ের পর পদ্মা সেতুকে শ্রেষ্ঠ অর্জন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। শুক্রবার টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা আওয়ামী লীগ আয়োজিত এক স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন। ভাষা আন্দোলনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ একুশে পদক (মরণোত্তর) পাওয়া মুক্তিযোদ্ধা মির্জা তোফাজ্জল হোসেন মুকুল স্মরণে এ সভার আয়োজন করা হয়।
কৃষিমন্ত্রী বলেন, ‘পদ্মা সেতু আমাদের স্বপ্নের সেতু, গৌরবের, অহংকারের সেতু।' তিনি বলেন, 'বঙ্গবন্ধুর ডাকে দেশের লাখো মায়ের সন্তান মুক্তিযুদ্ধে অংশ নেন। যুদ্ধে বিজয় আমাদের সবচেয়ে বড় অর্জন।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে এসে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। তিনি ২০০১ সালে দেশে উন্নয়নের নতুন যাত্রা শুরু করেন।’ এ সময় মন্ত্রী বলেন, ‘স্বাধীনতা যুদ্ধে বিজয়ের পর জাতির শ্রেষ্ঠ অর্জন পদ্মা সেতু।’
টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ সভাপতি ফজলুর রহমান খান ফারুকের সভাপতিত্বে স্মরণসভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বি এম মোজাম্মেল হক প্রমুখ।
মন্তব্য করুন