জাতীয় পার্টি পুনর্গঠন প্রক্রিয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদিশা এরশাদ বলেছেন, স্বপ্নের পদ্মা সেতু বাস্তবায়ন করে ১৮ কোটি মানুষের স্বপ্ন পূরণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিরোধীদলসহ সব রাজনৈতিক দলকে অনুরোধ করছি, পদ্মা সেতু নিয়ে কেউ রাজনীতি করবেন না।

রোববার জাতীয় প্রেস ক্লাবে জাতীয় পার্টি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বিদিশা বলেন, রাজনীতি করি ভোটের জন্য। কিন্তু প্রধানমন্ত্রী বাংলাদেশের ১৮ কোটি মানুষের জন্য যা করলেন, তা বাঙালি জাতি হাজার বছর মনে রাখবে। তিনি প্রশংসা পাওয়ার যোগ্য।

তিনি আরও বলেন, পদ্মা সেতু পুরো দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একইসঙ্গে হুসেইন মুহাম্মদ এরশাদকে নিয়ে কোনো রাজনীতি না করতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

মেজবাউল ইসলাম লাভলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় পার্টির আইন ও রাজনৈতিক উপদেষ্টা কাজী রুবায়েত হাসান সায়েম, যুগ্ম মহাসচিব কর্নেল (অব.) হাবিবুল হাসান, মেজর (অব.) সিকদার আনিসুর রহমান প্রমুখ।