- রাজনীতি
- চবি প্রতিবাদ: ‘আমিও স্বপন কুমার বিশ্বাস’
চবি প্রতিবাদ: ‘আমিও স্বপন কুমার বিশ্বাস’

নড়াইলে শিক্ষক স্বপন কুমার বিশ্বাসকে হেনস্তার প্রতিবাদে ‘আমিও স্বপন কুমার বিশ্বাস’ লেখা প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইংরেজি বিভাগের একজন শিক্ষক ও স্থানীয় এক ব্যক্তি। সোমবার সকালে তারা শহীদ মিনারের সামনে অবস্থান নেন।
এর মধ্যে একজন চবির ইংরেজি বিভাগের শিক্ষক গোলাম হোসেন হাবীব। আরেকজন স্থানীয় বাসিন্দা আব্দুল হক।
শিক্ষক গোলাম হোসেন হাবীব বলেন, ‘শিক্ষকদের উপর হামলা ও হেনস্থার পরিমান বাড়ছে। এটি নিয়ে মানুষ কথা বলছে না। শিক্ষক অবমাননা ন্যাক্কারজনক ঘটনা। তারই প্রতিবাদে আমরা দাঁড়িয়েছি। আশা করছি এ ঘটনার জড়িতদের দেশের আইনে শাস্তি দেয়া হবে।'
সম্প্রতি ফেসবুকে ভারতের নূপুর শর্মার বক্তব্যকে সমর্থন করে মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের এক শিক্ষার্থী পোস্ট দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে গত ১৮ জুন বিক্ষোভ করে ওই কলেজের শিক্ষার্থীরা। পরবর্তীতে ওই শিক্ষার্থীর পক্ষ নিয়েছেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাস এমন গুজব ছড়িয়ে পুলিশের উপস্থিতিতেই তাকে ক্যাম্পাসের বাইরে দাঁড় করিয়ে গলায় জুতার মালা পরিয়ে হেনস্তা করে একদল ব্যাক্তি।
মন্তব্য করুন