- রাজনীতি
- জন্মদিনে জয়ার জন্য মেঘনার ইলিশ এনে রান্না করেছেন মা
জন্মদিনে জয়ার জন্য মেঘনার ইলিশ এনে রান্না করেছেন মা

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের জন্মদিন আজ। বিশেষ এই দিনটির প্রথম প্রহর থেকেই বন্ধু, আত্মীয় স্বজন ও ভক্তদের শুভ কামনায় ভাসছেন। গতকাল রাত ১২টাতেই পরিবারের সদস্যদের সঙ্গে প্রথম কেক কেটে শুরু হয় এবারের জন্মদিন উদযাপন।
শুক্রবার সমকালকে জয়া জানালেন, বিশেষ দিন উপলক্ষে মেঘনা থেকে ইলিশ এনে মা তার জন্য ইলিশ রান্না করেছেন।
জয়া বলেন, 'গতকাল রাত থেকে জন্মদিন উদযাপন শুরু হয়েছে। বাসায় বন্ধূ বান্ধবরা এসেছিলো ওদের সবার জন্য কেক কেটেছি। আর হোয়াটসঅ্যাপ ও ম্যাসেঞ্জারে সবই উইশ করতেই আছে। মা মেঘনা থেকে ইলিশ এনে আমার জন্য স্পেশালি রান্না করেছে। সব মিলিয়ে আমি মুগ্ধ। সবার প্রতি কৃতজ্ঞ আমি।'
বিকেলের দিকে পরিবারের সদস্যদের বের হয়েছেন জয়া। তাদের সঙ্গে দিনটি উদযাপন করছেন বলেই জানালেন।
জয়া আহসান অভিনীত নতুন সিনেমা 'ঝরাপালক সম্প্রতি মুক্তি পেয়েছে কলকাতায়। কবি জীবনানন্দ দাশকে নিয়ে নির্মিত হয়েছে ছবিটি। এতে কবির স্ত্রী লাবণ্য দাশের চরিত্রে অভিনয় করেছেন তিনি।
এছাড়াও বাংলাদেশ ও কলকাতায় জয়ার একাধিক নতুন সিনেমা মুক্তির অপেক্ষায় আছে।
মন্তব্য করুন