- রাজনীতি
- বিদ্যুতের গল্প আজ গলার কাঁটা: সিপিবি
বিদ্যুতের গল্প আজ গলার কাঁটা: সিপিবি

দেশজুড়ে বিদ্যুতের লোড শেডিংয়ের ঘটনায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বলেছে, সরকারের ভুল নীতি ও দুর্নীতির কারণে বিদ্যুতের গল্প আজ গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। ভর্তুকির নামে প্রতিদিন জনগণের করের কোটি কোটি টাকা অপচয় করেও বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যর্থ হচ্ছে সরকার।
বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ ক্ষোভ জানিয়ে সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, জ্বালানি খাতকে আমদানিনির্ভর করাসহ ভুল নীতি ও দুর্নীতি ত্যাগ করে দেশের দেশপ্রেমিক, বিশেষজ্ঞ ও বামপন্থীদের কথা শুনে জ্বালানি খাতকে এগিয়ে নিলে আজকের এ পরিস্থিতি তৈরি হতো না।
মন্তব্য করুন