- রাজনীতি
- অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের আহ্বান জানানো অকল্যাণকর: তাজুল ইসলাম
অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের আহ্বান জানানো অকল্যাণকর: তাজুল ইসলাম

স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম - ফাইল ছবি
জাতীয় নির্বাচনসহ দেশের অভ্যন্তরীণ যে কোনো বিষয়ে বিদেশিদের হস্তক্ষেপ করার আহ্বান জানানো দেশের জন্য অকল্যাণ ডেকে আনবে বলে মনে করেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম। তিনি বলেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম দেশ। নিজেদের অভ্যন্তরীণ কোনো সমস্যা থাকলে নিজেদের মধ্যে আলোচনা হতে পারে। বাইরের দেশের কোনো প্রতিনিধির সঙ্গে আলোচনা করলে নিজের দেশকেই ছোট করা হয়।
বৃহস্পতিবার মন্ত্রণালয়ের নিজ দপ্তরে বাংলাদেশে নবনিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াটলির সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা জানান।
বৈঠকে জাতীয় নির্বাচন নিয়ে কথা হয়েছে কি-না জানতে চাইলে মন্ত্রী বলেন, আমাদের দেশের জাতীয় নির্বাচন নিয়ে বাইরের কারও কথা বলার কথা না। এটি আমার দেশের মর্যাদার ব্যাপার, যা জাতির জন্য মর্যাদাপূর্ণ নয়। অন্য কোনো দেশের নির্বাচন নিয়ে যেমন আমার মন্তব্য করা দায়িত্ব নয়, তেমনি একই প্রতিক্রিয়া অন্যদের ক্ষেত্রেও প্রযোজ্য। আমরা হয়তো কোনো কোনো ব্যাপারে তাদের অভিজ্ঞতা শেয়ার করতে পারি।
তাজুল ইসলাম বলেন, পৃথিবীতে নির্বাচন নিয়ে বিতর্ক আছে। আমাদের দেশের নির্বাচনও বিতর্কের ঊর্ধ্বে না। যেসব দেশ অভ্যন্তরীণ বিষয়ে অন্যদের হস্তক্ষেপ করার সুযোগ দিয়েছে, তারাই ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরাক, সিরিয়া, আফগানিস্তান কিংবা লিবিয়ার দিকে তাকালে বিষয়টি স্পষ্ট হয়ে যায়।
রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক প্রসঙ্গে মন্ত্রী বলেন, আমাদের সঙ্গে তাদের বিভিন্ন প্রকল্প আছে। সেগুলো নিয়ে আলাপ হয়েছে। গ্রামীণ আদালত সক্রিয়করণ নামে একটি প্রকল্প আছে। ইউরোপীয় ইউনিয়ন এবং ইউরোপের কয়েকটি দেশ আমাদের আর্থিক ও কারিগরি সহায়তা দিয়ে থাকে। কয়েকটি জেলায় এটি পাইলট প্রজেক্ট আকারে চলছিল। এখন আমরা এটি সারা দেশে চালু করার উদ্যোগ নিয়েছি। সেখানে তারা অর্থায়ন করতে সম্মত হয়েছে।
মন্তব্য করুন