সরকার মৃত্যুদূতের ভূমিকায় অবতীর্ণ হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশব্যাপী সরকার হত্যাযজ্ঞে মেতে উঠেছে। দেশে আইনের হাতের চেয়েও অবৈধ ক্ষমতার হাত অনেক লম্বা। সরকারের নির্দেশেই আওয়ামী লীগের সন্ত্রাসীরা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের হত্যা করছে ও নির্যাতন চালাচ্ছে।

যশোর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি বদিউজ্জামান ধনিকে খুন এবং দেশের বিভিন্ন জেলায় নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, যশোর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি বদিউজ্জামান ধনিকে ঈদের দ্বিতীয় দিনে দুপুরে তাঁর বাড়ির সামনে কুপিয়ে হত্যা করা হয়েছে। গত বুধবার কুড়িগ্রামে কালীগঞ্জ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলামকে সন্ত্রাসীরা হত্যা করে। চট্টগ্রামের মিরসরাইয়ে বিএনপি নেতা শহীদুল ইসলাম চৌধুরীর বাড়িতে সন্ত্রাসীরা আগুন লাগিয়ে দেয় এবং ময়মনসিংহে দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাচ্চুর বাড়িতে হামলা করা হয়েছে। সংবাদ সম্মেলনে যুবদলের সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্না, সহসভাপতি নুরুল ইসলাম নয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন প্রমুখ উপস্থিত ছিলেন।