জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এক বিবৃতিতে নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়ায় হিন্দুদের ঘরবাড়ি, মন্দির, দোকানপাটে হামলা-ভাঙচুর ও আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।

নেতৃবৃন্দ ঘটনার সঙ্গে যুক্ত চিন্থিত সাম্প্রদায়িক হামলাকারী অপরাধীদের মুখ না দেখে দল না দেখে অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের সম্মুখীন করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

তারা বলেন, ‘অতীতে হিন্দুদের ওপর হামলা-নির্যাতন-খুন-ঘর-বাড়ি-দোকানপাট-মন্দিরে হামলার সঙ্গে যুক্ত অভিযুক্তদের বিচারের সম্মুখীন করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে রাষ্ট্র ও সরকারের ব্যর্থতার কারণে বার বার একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। ফলে হিন্দুদের ওপর হামলাকারীরা নিজেদের বিচারের উর্ধে ভাবতে শুরু করেছে।’ তারা বিচারহীনতার এই সংস্কৃতির অবসান দাবি করেন।

তারা আরও বলেন, ‘একজন ব্যক্তি মুসলিম বা হিন্দু বা বৌদ্ধ বা খ্রীস্টানের ফেসবুক পোস্ট দ্বারা অন্য ধর্মের মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাতের খোড়া যুক্তি তুলে ধর্মীয় উত্তেজনা তৈরি করে উস্কানি দিয়ে একটি বিশেষ সম্পদ্রায়ের ওপর নির্বিচারে হামলার ঘটনা সংঘবদ্ধ পরিকল্পিত অপরাধ।’ তারা হিন্দুদের ওপর সাম্প্রদায়িক হামলার বিরুদ্ধে সকল অসাম্প্রদায়িক রাজনৈতিক ও সামাজিক শক্তিকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।