বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. শেখ আবদুল্লাহ আল মামুন বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জঙ্গীবাদী-মৌলবাদী শক্তি ক্ষমতায় আসার জন্য ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। শেখ হাসিনার নেতৃত্বে সম্মিলিতভাবে সকল অপশক্তির মোকাবেলা করতে হবে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় নড়াইলের লোহাগড়ার দিঘলিয়া ইউনিয়নের সাহাপাড়ায় রাধাগোবিন্দ মন্দিরে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি ও মন্দির পরিদর্শন শেষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

নড়াইল জেলা বঙ্গবন্ধু পরিষদের আহবায়ক ড. তপন কুমার সরকারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক সরদার মাহমুদ হাসান রুবেল, সহ-সভাপতি এম. মনসুর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক নির্মল বিশ্বাস । সদস্য সচিব আবদুল্লাহ আল জাবর লোটাসের পরিচালনায় সভায় আরও উপস্থিত ছিলেন নড়াইল জেলা বঙ্গবন্ধু পরিষদ ও তিন পৌর কমিটির নেতারা।

সভায় বক্তারা বলেন, সাম্প্রদায়িক সন্ত্রাসী গোষ্ঠি রাজনৈতিক ফায়দা লুটতে এ দেশকে একটি সাম্প্রদায়িক দেশ করবার অপচেষ্টায় আছে। যারা দেশকে অস্থীতিশীল করতে চায়, যারা নিরীহ মানুষের ক্ষতিসাধন করে তারা দেশের শত্রু। যারা সংখ্যালঘুদের ওপর হামলা চালিয়েছে খুব তাড়াতাড়ি তাদের মুখোশ উম্মোচন করা হবে। দ্রুতই তাদের বিচার করে শাস্তির আওতায় আনা হবে।