- রাজনীতি
- শহিদ শেখ কামালের সমাধিতে ডিএসসিসি মেয়রের শ্রদ্ধাঞ্জলি
শহিদ শেখ কামালের সমাধিতে ডিএসসিসি মেয়রের শ্রদ্ধাঞ্জলি

মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বনানী কবরস্থানে শেখ কামালের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বীর মুক্তিযোদ্ধা, শহিদ ক্যাপ্টেন শেখ কামালের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
আজ শুক্রবার (৫ অগাস্ট) বাদ জুমা মেয়র তাপস বনানী কবরস্থানে শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকীতে তাঁর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
এ সময় ব্যারিস্টার শেখ তাপস শহিদ শেখ কামালের কবর জেয়ারত ও তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।
পরে মেয়র তাপস বনানী কবরস্থানে শায়িত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় বোন ও মেয়রের প্রয়াত দাদি মরহুমা শেখ আছিয়া খাতুন, শ্বশুর মরহুম মুগিস উদ্দিন আহমেদ ও শাশুড়ি আনজুমান আরা বেগমের কবর জেয়ারত করেন এবং তাঁদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।
মন্তব্য করুন