জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে আগামী মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে মিছিল করবে বাম গণতান্ত্রিক জোট। এই মিছিল সফল করার আহ্বান জানিয়েছেন জোট নেতারা। তাঁরা বলেছেন, এর মধ্য দিয়ে বর্তমান আওয়ামী সরকারের দুঃশাসন, দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে ঢাকাসহ দেশের সব মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনের সিপিবি কার্যালয়ের মৈত্রী মিলনায়তনে বাম গণতান্ত্রিক জোট ঢাকা মহানগর শাখার সভায় এই আহ্বান জানানো হয়। নগর বাম জোটের সমন্বয়ক খালেকুজ্জামান লিপনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বাম জোটের কেন্দ্রীয় নেতা বজলুর রশীদ ফিরোজ, রুহিন হোসেন প্রিন্স, বিধান চন্দ্র দাস, মহানগর নেতা জুলফিকার আলী, তৈমুর আলম অপু, লুনা নুর, জলি তালুকদার, নাঈমা খালেদ মনিকা, রুবেল শিকদার প্রমুখ।

নেতারা বলেন, জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি শ্রমজীবী মানুষের জীবনকে বিপন্ন করবে। তাই শ্রমিকদের রক্ষায় জ্বালানির বর্ধিত মূল্য প্রত্যাহার, জাতীয় নূ্যনতম মজুরি ২০ হাজার টাকা ঘোষণা এবং রেশন ব্যবস্থা চালু করতে হবে।

সভায় প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে মিছিলের কর্মসূচি সফল করতে ঢাকা মহানগরের বিভিন্ন অঞ্চলে সমাবেশ ও গণসংযোগ কর্মসূচি নেওয়া হয়।