জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, আওয়ামী লীগের মন্ত্রী, এমপি আর নেতাকর্মীরা বেহেশতে আছেন। কারণ, সরকার সমর্থকরা সীমাহীন দুর্নীতির মাধ্যমে টাকার পাহাড় বানিয়েছেন। তাদের কোনো অভাব নেই।

'অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের মানুষ বেহেশতে আছে'- পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের এমন মন্তব্যের সমালোচনায় তিনি এসব কথা বলেন।

শনিবার দলের বনানী কার্যালয়ে এলডিপির সহসভাপতি অধ্যাপক ড. মো. আবু জাফর সিদ্দিকীর জাপায় যোগদান অনুষ্ঠানে জিএম কাদের আরও বলেন, সরকারি দলের নেতাকর্মীরা বছরে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে। নিজ দলের নেতাকর্মীদের বাঁচাতেই দুর্নীতিবাজ ও পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না সরকার। অন্যদিকে অর্থনৈতিক সংকটে দেশের মানুষ হিমশিম খাচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সীমাহীন কষ্টে আছে তারা। দুর্নীতিবাজরা সাধারণ মানুষে কষ্ট বোঝে না।