- রাজনীতি
- নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড হবে না: জি এম কাদের
নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড হবে না: জি এম কাদের

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের/ পুরোনো ছবি
বিএনপির কর্মসূচিতে হামলার প্রতি ইঙ্গিত করে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, কোনো দাবিতে আন্দোলনে হলে তাতে পুলিশ ও প্রতিপক্ষ হামলা করছে। এমন বাস্তবতায় নির্বাচন হলে লেভেল প্লেয়িং ফিল্ড হবে না। পুলিশ ও প্রশাসন সরকারের হাতে, সুষ্ঠু নির্বাচনের আশা করা যায় না।
আজ বুধবার দলের বনানী কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের আরও বলেন, নির্বাচন কমিশন (ইসি) সাজানো নির্বাচন করার পায়তারা চালাচ্ছে। সংলাপে প্রায় সব রাজনৈতিক দল ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) বিরোধিতা করেছে। মানুষ মনে করে ইভিএম কারচুপির মেশিন। কিন্তু ইসি ইভিএমে ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। মনে হচ্ছে, ইসি কোনো এজেন্ডা বাস্তবায়নে মাতামাতি করছে।
দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ কাউন্সিলের ডাক দিলেও জি এম কাদেরের দাবি জাপায় কোনো সংকট নেই। তিনি বলেছেন, ভাঙনের মুখে পড়বে না জাতীয় পার্টি। আওয়ামী লীগ ও বিএনপি বারবার জাতীয় পার্টির ক্ষতি করতে চেয়েছে। যারা দল ছেড়ে গেছে তাঁরা কেউ শক্তিশালী সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হতে পারেনি। এভাবে কেউ চলে গেলেও জাতীয় পার্টি দুর্বল হবে না।
জি এম কাদের বলেছেন, রওশন এরশাদ অত্যন্ত শ্রদ্ধাভাজন। তিনি বারবার ফোন করে খোঁজ-খবর নেন। রওশন এরশাদ কখনো জাতীয় পার্টির চেয়ারম্যান হতে চাননি। রওশন এরশাদ তাকে একাধিকবার বলেছেন ‘জাতীয় পার্টি এখন ভালোভাবে চলছে।’
তিনি আরও বলেন, দলের জ্যেষ্ঠ নেতারাও নিয়মিত রওশন এরশাদের সঙ্গে যোগাযোগ করেছেন। তাঁরা মনে করেন, রওশন এরশাদের অসুস্থতার সুযোগে তাঁর নাম ভাঙিয়ে কাউন্সিল ডাকানো হয়েছে। যারা জাতীয় পার্টির কেউ নন কিংবা দল থেকে বহিষ্কৃত তাঁরা রওশন এরশাদকে অপব্যবহার করতে চাইছে। তাই জাপার সংসদীয় দল ষড়যন্ত্র নস্যাৎ করে পার্টির ঐক্য রক্ষায় রওশন এরশাদকে বিরোধীদলীয় নেতা না রাখার সিদ্ধান্ত নিয়েছে। সংসদীয় দলের সিদ্ধান্ত স্পিকারকে চিঠিতে জানানো হয়েছে। এখন স্পিকার বিধি অনুযায়ী ব্যবস্থা নেবেন।
মন্তব্য করুন