গণফোরামের একাংশের নেতারা বলেছেন, বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলের কর্মসূচিতে পুলিশ ও দলীয় সন্ত্রাসীদের দিয়ে হামলা করে আওয়ামী লীগ সরকার দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে।

বৃহস্পতিবার এক বিবৃতিতে গণফোরাম সভাপতি মোস্তফা মোহসীন মন্টু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী আরও বলেন, একদিকে সরকারি দল বলছে বিরোধী দলের সভা-সমাবেশ করতে কোনো বাধা নেই, অন্যদিকে তাদের পুলিশ ও পেটোয়া বাহিনী পাঠিয়ে কর্মসূচিতে গুলি-টিয়ার গ্যাসের শেল মেরে হামলা ও বাড়িতে বাড়িতে গিয়ে নিপীড়ন-নির্যাতন চালাচ্ছে। স্বাধীন দেশে বিরোধী মতের ওপর এমন হামলা দুঃখজনক ও লজ্জার।

অবিলম্বে এমন হামলা বন্ধের আহ্বান জানিয়ে তাঁরা বলেন, এসব বন্ধ করুন নইলে জনগণ এর জবাব দেবে। সভা-সমাবেশ জনগণের সাংবিধানিক অধিকার। এই রক্তক্ষয়ী সংঘর্ষ থেকে দেশবাসীকে রক্ষা করার একমাত্র সমাধান নির্দলীয় সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন।

মুন্সীগঞ্জে বিএনপির কর্মসূচিতে হামলায় শতাধিক নেতাকর্মী আহত হওয়ার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাঁরা এ বিবৃতিতে দেন।