- রাজনীতি
- যত পারেন গুলি করেন, কেউ পিছপা হবে না: মির্জা আব্বাস
যত পারেন গুলি করেন, কেউ পিছপা হবে না: মির্জা আব্বাস

রাজধানীর মগবাজারে বিয়াম মিলনায়তন সংলগ্ন সড়কে মঙ্গলবার মহানগর উত্তর বিএনপির জনসভায় বক্তব্য দেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সমকাল
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, এই সরকারের ক্ষমতায় টিকে থাকার কোনো অবস্থা নেই। যতই কৌশল নেন, টিকে থাকা সম্ভব না। সরকার হটাতে বিএনপির কর্মীরা বুক পেতে দিতে শিখেছে, তারা মৃত্যুকে হাতছানি দিয়ে ডাকছে।
গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর বিএনপি উত্তর তেজগাঁও জোনের উদ্যোগে সোনারগাঁও হোটেলের লেকের পাশে জ্বালানি তেল, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সারাদেশে দলের কর্মসূচিতে হামলা ও নেতাকর্মী হত্যার প্রতিবাদে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
সরকারের উদ্দেশে মির্জা আব্বাস বলেন, যে বন্দুক দিয়ে গুলি করছেন, সেই বন্দুকের গুলিকিন্তু জনগণের ট্যাক্সের পয়সায় কেনা, বন্দুকটাও তাদের টাকায় কেনা। এখনও সময় আছে, সাবধান হয়ে যান। দেশবাসীর ক্ষমতা দেশবাসীর হাতে দেন। ভোট চুরি করার আবার যত প্রক্রিয়ায়ই অবলম্বন করুন কোনো লাভ হবে না।
তিনি বলেন, নির্বাচন কমিশন আবার ইভিএম কিনবে ৮ হাজার কোটি টাকা দিয়ে এই মেশিন কিনে আনবে তারা। এই নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচন বাংলাদেশে হবে না, হতে দেওয়া হবে না।
মহানগর বিএনপি উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে ও সদস্য সচিব আমিনুল হকের পরিচালনায় সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, জয়নুল আবদিন ফারুক, আবদুস সালাম, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, কেন্দ্রীয় নেতা নাজিম উদ্দিন আলম, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, সাইফুল আলম নিরব, তাবিথ আউয়াল প্রমুখ বক্তব্য দেন।
মন্তব্য করুন