- রাজনীতি
- করতোয়ায় নৌকাডুবিতে নিহতদের পরিবারকে জামায়াতের অর্থসহায়তা
করতোয়ায় নৌকাডুবিতে নিহতদের পরিবারকে জামায়াতের অর্থসহায়তা

করতোয়া নদীর তীরে স্বজনদের অপেক্ষা/ ছবি- সংগৃহীত।
পঞ্চগড়ের বোদায় করতোয়া নদীতে নৌকাডুবিতে মারা যাওয়া ব্যক্তিদের পরিবারকে ৩০ হাজার টাকা করে সহায়তা দিয়েছে জামায়াতে ইসলামী। আজ বুধবার জামায়াতের আমির ডা. শফিকুর রহমান পঞ্চগড়ে দুর্ঘটনাস্থলে যান। স্বজনহারাদের সমবেদনা জানান। দলটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
জামায়াতে আমির স্বজনহারাদের বলেন, আপনাদের মায়ার টানে এসেছি। আপনজন হারানোর বেদনা অপূরণীয়। জামায়াত স্বজনহারাদের পাশে থাকার চেষ্টা করবে। সব কিছুর ওপর মানবতা। জামায়াত যে আর্থিক সহায়তা দিচ্ছে, তা সামান্য। নৌকাডুবিতে মৃত্যু ধর্ম-বর্ণ নির্বিশেষে বাংলাদেশের সকল মানুষের কষ্ট। তা লাঘবে রাজনৈতিক দলসহ সবার এগিয়ে আসা উচিত।
এ সময় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, পঞ্চগড় জেলা আমির ইকবাল হোসাইন, ঠাকুরগাঁও জেলা আমির আবদুল হাকিম, বোদা উপজেলার সাবেক চেয়ারম্যান সফিউল্লাহ সফিসহ স্থানীয় নেতারা ছিলেন জামায়াত আমিরের সঙ্গে।
মহালয়ায় যোগ দিতে যাওয়া তীর্থযাত্রীবাহী নৌকা গত রোববার করতোয়ায় ডুবে যায়। এখন পর্যন্ত ৬৯ জনের মরদেহ পাওয়া গেছে। এখনো কয়েকজন নিখোঁজ রয়েছেন।
মন্তব্য করুন