- রাজনীতি
- ঢাবিতে হামলার প্রতিবাদে সমাবেশে ছাত্রদল
ঢাবিতে হামলার প্রতিবাদে সমাবেশে ছাত্রদল

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ।
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের ওপর ছাত্রলীগের নৃশংস হামলার প্রতিবাদে সমাবেশ করছে কেন্দ্রীয় ছাত্রদল। আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ শুরু হয়। সমাবেশের প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সমাবেশে যোগ দিতে দুপুর থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাগত হতে শুরু করেন নেতাকর্মীরা। ছাত্রদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী ব্যানার ও ফেস্টুনসহ খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে অংশ নিয়েছেন।
এদিকে, সমাবেশকে ঘিরে দলটির কেন্দ্রীয় কার্যালয়সহ এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর নিরাপত্তার বলায় গড়ে তুলেছেন।
ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের সঞ্চালনায় এ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।
মন্তব্য করুন