- রাজনীতি
- বিএনপির রাজনীতি বিদ্যুৎবিহীন খাম্বার মতো আশাহীন: ওবায়দুল কাদের
বিএনপির রাজনীতি বিদ্যুৎবিহীন খাম্বার মতো আশাহীন: ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের। ছবি- সংগৃহীত।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির রাজনীতি বিদ্যুৎবিহীন খাম্বার মতো আশাহীন ও অন্তঃসারশূন্য। একটি দায়িত্বহীন, ব্যর্থ বিরোধীদল হিসেবে বিএনপি জাতির ঘাড়ে জগদ্দল পাথরের মতো চেপে আছে। তারা দেশের সম্ভাবনাকে নস্যাৎ করার অপচেষ্টায় লিপ্ত।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে তাঁর দপ্তরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
বিদ্যুতের জাতীয় গ্রিডে ট্রিপ করা একটি টেকনিক্যাল বিষয়, যে কোনো সময় এমন ঘটতে পারে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিশ্বের বিভিন্ন দেশেও গ্রিড ট্রিপ করে। কিন্তু দেখার বিষয় হচ্ছে, কত সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করা যায়। গ্রিড বিপর্যয়ের পর গত মঙ্গলবার কয়েক ঘণ্টার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করতে সক্ষম হয় সরকার।
২০০৩ সালে বিএনপির শাসনামলে ন্যাশনাল গ্রিডে বিপর্যয় ঘটলে তা পুনরুদ্ধারে কয়দিন সময় লেগেছিল?- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপি মহাসচিবের উদ্দেশে এমন প্রশ্ন ছুড়ে দিয়ে ওবায়দুল কাদের বলেন, ঘণ্টার পর ঘণ্টা, দিনের পর দিন বিএনপির শাসনামলে বিদ্যুৎ ছিল না। সেই ইতিহাস কি বিএনপির মনে আছে?
বিদ্যুৎখাতে বিএনপি জাতিকে দীর্ঘমেয়াদী অমানিশার আঁধার উপহার দিয়েছিল বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। বলেন, বিএনপি দুর্নীতির অভিযোগ করে, সরকারের অন্ধ সমালোচনা করে- অথচ বিদ্যুৎ খাতে বিভিন্ন প্রকল্পে দাতা সংস্থার অর্থায়ন থাকায় সরকারের পাশাপাশি দাতা সংস্থাও নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখেন। এতে অনিয়ম-দুর্নীতির কোনো সুযোগ নেই।
যারা অন্তরে যা ভাবেন, তা মুখে প্রকাশ পায় বলে মন্তব্য করে তিনি আরও বলেন, বিএনপির মুখে সব সময় অনিয়ম ও দুর্নীতির কথা শোভা পায়। বিএনপির কাজ হলো বাঁকা পথে চলা, অসত্য তথ্য ও বিভ্রান্তি ছড়ানো।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ বছর শারদীয় দুর্গোৎসব অত্যন্ত শান্তিপূর্ণ ও সৌহার্দপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হওয়ায় সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানানা। তিনি বলেন, শেখ হাসিনা সরকারের নিবিড় তদারকির কারণে সাম্প্রদায়িক অপশক্তি কোনো অঘটন ঘটাতে পারেনি। একারণেই বিএনপির মনের জ্বালা আরও বেড়ে গেছে।
মন্তব্য করুন